বাড়ি ফেরার পথে

সূর্য যখন ছিল ডুবতি পথে
ট্রামলাইনের হাত ধরে এগিয়ে চললাম বাসস্টপে
পথচলতি এই রাস্তায় সঙ্গে আছে অনেকে
এই সময় তাও কেটে যাবে গল্পের সুরে
আমি তখন বাড়ি ফেরার পথে...

কেউ মগ্ন আছে চায়ের কাপের কৌতূহলে
জমে রয়েছে অনেক কথা দিনের শেষে
তেঁতুল টকের গন্ধে মনটা যেন মেতে ওঠে
ওই যে ভিড় জমেছে রোলের দোকানের সামনে
আমি তখন বাড়ি ফেরার পথে...

কেউ আছে সিগনালে অপেক্ষায় দাঁড়িয়ে
কেউ বা আবার তীব্র গতিতে হেঁটে চলেছে
আছে অনেক অলিগলি আনাচে কানাচে
কিছু আলো আর কিছু আঁধারে মিশে রয়েছে
আমি তখন বাড়ি ফেরার পথে...

পথ এগিয়ে যখন ফিরে তাকালাম পেছন দিকে
তারায় ভরা আকাশ ভেসে আছে শহর জুড়ে
আলোয় অলংকার হয়ে সেজে উঠল যে
তখন এই শহরের মুগ্ধতা নেমে এল চোখে
আমি তখন বাড়ি ফেরার পথে...

- শতরূপা উপাধ্যায়





Post a Comment

2 Comments