সিলেবাসের বাইরে

আমায় রোজকার মত;
ওই সোজা পথে পাওয়া যায় না,
অনেকের জন্য আবার ক্ষণিকের বায়না।
আমার মধ্যে নিয়ম শৃঙ্খলার;
কেউ কোনোদিনও টের পায় না।
এখানে সময়জ্ঞান বড়ই সীমাহীন,
কেউ আবার আড়ালে হতে চায় দূরবীন।
বড়ই অগোছালো, আর একটু বেহিসেবী,
বাঁধন পেরিয়ে মন উড়ে যায় দূরদেশী।
আছে ভালো লাগার অজস্র বিষয়,
তাই মনের গভীরতায় থেকে যায় নিশ্চয়।
কখনো কবিতার ছন্দে রহস্য,
কখনো বা রঙ তুলির এক অদ্ভুত দৃশ্য।
আমার এই অচেনা অলিগলি,
অনেকেই এড়িয়ে যায় খামখেয়ালী।
এই ধরুন হঠাৎ মেঘ;
তারপর নেমে আসে বৃষ্টি,
এটাও এক অনবদ্য সৃষ্টি।
কিন্তু কিছু পিছুটানের বাঁধন,
অপেক্ষায় রয়ে যাই প্রতিক্ষণ।

- শতরূপা উপাধ্যায়

Post a Comment

0 Comments