রবির আভাস

শুনেছি তুমি নাকি কোনোদিন স্কুলে যাওনি!
কিন্তু আমার সঙ্গে তোমার প্রথম পরিচয়
সেই পাঠশালার বইয়ের কবিতায়।
রবিবারের ছুটি আর সেই আমাদের ছোট্ট নদী,
তারপর এলেন কাবুলিওয়ালা ;
গল্প শুনে আমরা কী খুশি!
পাড়ার অনুষ্ঠানে, 
ক্ষণিকের মন খারাপে,
বা হয়ত, আমার ভালো লাগার দিনগুলি
বুঝলাম সুর আর তালে 
জড়িয়ে আছ শুধুই তুমি।
ঠিক যেভাবে তুমি
সমাজের কু-রীতির প্রতি ধিক্কার জানিয়েছ।
বন্ধুদের আঁকড়ে ধরে বাঁচতে শিখিয়েছ।
নারীর স্বাধীন পথের বাঁধ ভেঙেছ।
অনেকেই আমরা সেই পথে
এগিয়ে চলেছি।
হঠাৎ বড় হয়ে উঠলাম
কিছু ইচ্ছে...
কিছু চাওয়া...
কিছুটা বিদ্রোহ...
কিছু অহংকারে ভরা...
আবার কিছুটা মনে পুষে রাখা অভিমান
অবশেষে বাইরের উথাল পাথালের মাঝেও
ইতিপূর্বে দেখা হল;
একটি স্থির উন্মুক্ত ভাবনার সাথে।
তারপর...
পথ এগিয়ে খুঁজে পেলাম এক নতুন আমি।
এরপর সময়ের স্রোতে ভেসে
হারালাম কাছের মানুষদের।
তারা কি সত্যি চলে যায়?
নাকি রয়ে যায়,
মনের গভীর নীরবতায়?

- শতরূপা উপাধ্যায়








Post a Comment

1 Comments