থেমে থাকবে না!

বৃষ্টির মন আজ বড্ড খারাপ
তাকিয়ে আছে তারায় ভরা আকাশের দিকে
এটাই তো স্বাভাবিক
কাল যে ছেড়ে চলে যেতে হবে 
এক নতুন শহরে, এক নতুন বাসায়।

বৃষ্টির বয়স মাত্র ৬
কিন্তু, তার তো এই বাড়িতেই জড়িয়ে আছে
থেকে যাওয়ার অজস্র কারণ
হাত ভেঙে যাওয়া সিঁড়ি,
লুকোচুরি খেলার কোণ
ওর হাতের আঁকা রঙিন দেওয়াল।

এই সব কিছুর মাঝে, আছে ওর এক 
বড় চিন্তার কারণ
যেটা হচ্ছে ফুলের টবের পাশে থাকা
কিছু ক্ষুদ্র কালো রঙের পিঁপড়ে।

বৃষ্টির দিনের খানিকটা সময় 
এদের সঙ্গেই কাটাত
হাতের মুঠোয় করে চিনির দানাগুলি
রোজ পাঠিয়ে দিত ওদের ঠিকানায়,
রান্না ঘরের চিনির পত্রের দূরত্বটা 
কমিয়ে আনত বৃষ্টি,
ওদের কষ্ট ভেবে।

কিন্তু এবার?
ও চলে গেলে কী হবে এদের?
এই এত বড় চিন্তার ভার
বৃষ্টি পৌঁছে দিল নিজের বাবার কানে।

ক্ষণিকের জন্য তার বাবা অবাক হল
তারপর হেসে বললেন
“বৃষ্টি এটা ঠিক কথা যে ওরা ক্ষুদ্র
কিন্তু শুধু আকারে
তাদের ক্ষমতা আছে
নিজেদের জন্য এক নতুন দরজা খুঁজে নেওয়ার
তারা থেমে থাকবে না
কোন দিনও থেমে থাকবে না।”

- শতরূপা উপাধ্যায়











Post a Comment

3 Comments