শহুরে আলো



তলা বিল্ডিংয়ের চিলেকোঠায় 
ক্যামেরায় বন্দী একটি শহুরে আলো 
মেঘটা হঠাৎ থমকে গেল
চাঁদ ভারী অভিমানী 
লুকিয়ে পড়ল মেঘের আড়ালে
কে জানে সে আদৌ দেখা দেবে কিনা?


আকাশটা কিন্তু বেশ মায়াবী 
এলোমেলো তারায় ভরা
ফুরফুরে হাওয়া 
ভেসে যাওয়া মেঘ...
সব জড়িয়ে আছে একে অপরের সঙ্গে
মনে হয় আমাদের আগলে রেখেছে।

নীচে রয়েছে এক ক্লান্তি ভরা শহর
সঙ্গে জেগেছে কিছু নতুন কৌতূহল
তাড়াহুড়ো নেই এদের এখন
এই মুহূর্তে সব হিসেব মিলছে
সময়কে আঁকড়ে ধরে
একটু বেশি পাওয়ার ইছে জাগে।

দিনের সব ভালো খারাপ,
এই আকাশতলে
শূন্য হয়ে মিশেছে
কিছুটা হলেও নিশ্চিন্ত
থেকে গেছে শুধু
শেষের অনুভূতি।

- শতরূপা উপাধ্যায়

Post a Comment

1 Comments